ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেটে পাথর উত্তলন করতে গিয়ে শ্রমিক নিহত

সিলেট প্রতিনিধি
🕐 ৬:১১ অপরাহ্ণ, মে ০৯, ২০১৯

সিলেট জেলার কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ শাহ আরেফিন টিলায় পাথর উত্তলন করতে গিয়ে মাটিচাপায় রিয়াজ উদ্দিন (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে শারপিন আরেফিন টিলা মাজারের উত্তর-পশ্চিমে একটি কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামের রাশিদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, কোয়ারি এলাকায় খাস জমি থেকে পাথর তুলতে গিয়ে গর্তে মাটিচাপা পড়ে গুরুতর আহত হন রিয়াজ উদ্দিন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গনমাদ্যমকে জানান, খাস জমিতে করা গর্তে লুকিয়ে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় রিয়াজ উদ্দিন মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মাসে গর্ত ধসে অন্তত ১৫ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

 
Electronic Paper