ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

সিলেট ব্যুরো
🕐 ৪:৪৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদলতের বিচারক মমিনুন নেসার আদালতে একজন স্বাক্ষী সাক্ষ্য দেন।

মামলার বাদী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। আগামী ২৫ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মাশুক আহমেদ এসব তথ্য জানিয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে ৫৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।

গত বছরের ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ফয়জুর ওরফে ফয়জুল হাসান নামে জঙ্গিবাদে উদ্বুদ্ধ এক সাবেক মাদ্রাসাছাত্র।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল বাদী হয়ে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন।

 
Electronic Paper