ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নতুন ঠিকানায় সিলেট কেন্দ্রীয় কারাগার

দিপু সিদ্দিকী, সিলেট
🕐 ১১:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

ব্রিটিশ শাসকদের দ্বারা নির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দিদের নবনির্মিত কারাগারে স্থানান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। ব্রিটিশ, পাকিস্থান ও স্বাধীন বাংলাদেশ সবমিলিয়ে ২২৯ বছর পর নতুন ঠিকানা পাচ্ছে সিলেট কেন্দ্রীয় কারাগার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের ৩ মাস পর আজ শুক্রবার থেকে বন্দি স্থানান্তর শুরু হবে। চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। এ কারণে ৩ দিন কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রাখার নোটিশ জারি করেছে কারা কর্তৃপক্ষ।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার আবদুল জলিল বলেন, বন্দি স্থানান্তরের বিষয়টি আমরা আপাতত মিডিয়ায় জানাতে ছাচ্ছি না।

স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে প্রেস বিজ্ঞপ্তি কিংবা প্রেস ব্রিফিং করে বিষয়টি আমরা সবাইকে জানাবো। কারণ এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মূখ্য। কবে, কখন থেকে এ স্থানান্তর প্রক্রিয়া চলবে তা সবাই জানলে যে কেউ সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

 
Electronic Paper