ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বৈকালিক টিকাদান কার্যক্রম চালু করছে সিসিক

সিলেট প্রতিনিধি
🕐 ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) থেকেই শুরু হচ্ছে বৈকালিক সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইভিনিং ইপিআই) কর্মসূচি। এই প্রথম দেশে ইভিনিং ইপিআই কর্মসূচি চালু হচ্ছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের হাদারপাড় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সিসিক এলাকায় আগে থেকেই মর্নিং ইপিআই তথা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু রয়েছে। কিন্তু বস্তি এলাকার মায়েরা কর্মজীবী হওয়াতে দিনেরবেলা বাইরে থাকেন। ফলে অনেক শিশু টিকাদান থেকে বঞ্চিত থেকে যায়। তাই কর্মজীবী নারীদের সুবিধার্থে যাচাই-বাছাই করে শিশুদের টিকাদানের আওতায় আনা হবে।

তিনি বলেন, বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো সান্ধ্যকালীন ইপিআই চালু করা হচ্ছে। নগরের ১৪টি বস্তিতে শুরু হওয়া এই কর্মসূচি চলবে। ওয়ার্ডগুলোতে ২৮ দিন পর পর আগামী এক বছর ইপিআই কার্যক্রম চলবে।

সিসিক সূত্র জানায়, ২৭টি ওয়ার্ডের মধ্যে ইপিআই লক্ষ্যমাত্রা রয়েছে ১১ হাজার ৭৪২ শিশু। ছাতা দিয়ে বস্তি এলাকায় চারজন কর্মী এই কার্যক্রম চালিয়ে যাবেন।

 

 
Electronic Paper