কৃষি উপ-সহকারীর বদলীর ৫ দিনের মাথায় স্থগিত
হবিগঞ্জ প্রতিনিধি
🕐 ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

হবিগঞ্জের বাহুবল উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খানকে বদলির পাঁচ দিনের মধ্যে আবার স্থগিত করা হয়েছে। এনিয়ে উপজেলার কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় নুরুল ইসলাম খানকে বদলির আদেশ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ খান। ১৫ সেপ্টেম্বর তাকে বাহুবল থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বদলি করা হয়। তবে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার অতিরিক্ত মহাপরিচালক স্বাক্ষরিত অফিস আদেশে তার বদলি স্থগিত করা হয়। মাত্র পাঁচদিনের মাথায় বদলি স্থগিত হওয়ার খবরে বাহুবলের কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ খান মুঠোফোনে বলেন, ওপর মহলের চাপে বদলির আদেশ স্থগিত করতে হয়েছে। তবে এ ব্যাপারে আমি কিছুই জানি না।
মাত্র পাঁচদিনের মাথায় কীভাবে বদলি স্থগিত করা হলো তা জানেন না বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসাইন। তাই তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।
অপরদিকে বদলি ও স্থগিতের প্রক্রিয়াকে উর্দ্ধতনদের সিদ্ধান্ত বলে জানিয়েছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খাঁন।
এর আগে পাঁচ সেপ্টেম্বর নুরুল ইসলাম খাঁনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ করেন বাহুবল উপজেলার যশপাল গ্রামের কৃষক ইলিয়াছ আলী ইউসুফ। ১১ সেপ্টেম্বর কৃষকেরা তার বিরুদ্ধে মিছিল করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
