ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৭ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কমলগঞ্জে বিশালাকৃতির অজগর উদ্ধার

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
🕐 ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৪, ২০২৩

কমলগঞ্জে বিশালাকৃতির অজগর উদ্ধার

কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগান থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

 

প্রায় সাড়ে ১২ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের এই অজগর সাপটি উদ্ধারের পর সুস্হ থাকায় দুপুর ৩টায় লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহীদুল ইসলাম জানান, আজ সোমবার (৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় ফুলবাড়ী চা বাগানের ১৬ নম্বর সেকশন থেকে অজগরটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেসন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিসটেন্ট চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে সাপটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন।

শহীদুল ইসলাম জানান, ফুলবাড়ী চা বাগানে অজগরের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অজগরটি উদ্ধার করি। এটা সাড়ে ১২ ফুটের মতো লম্বা এবং ওজন ২০ কেজির মতো ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

 
Electronic Paper