চুরি করতে এসে জনতার হাতে ৩ চোর আটক
ছাদিকুর রহমান, বাহুবল (হবিগঞ্জ)
🕐 ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০২, ২০২৩

হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছে ৩ দুর্ধর্ষ চোর। আটকের পর তাদের তুলে দেওয়া হয় বাহুবল মডেল থানা পুলিশে কাছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার লামাতাসী ইউনিয়নের মুদাহরবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের নন্দনপুর এলাকার মুদাহরবাদ গ্রামের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন শুক্রবার রাতে পূজা উদযাপন করছিলো। এ সুযোগে ৫/৭ জনের একদল চোর দেশীয় অস্ত্র নিয়ে অঞ্জন দেব এর বাড়িতে চুরির প্রস্তুতি নেয়। এসময় স্থানীয় এক ব্যক্তি চোরদের উপস্থিত টের পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। এ সময় স্থানীয় জনতা ৩ চোরকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
আটককৃতরা চোররা হলো, উপজেলার মানিকপুর গ্রামের ছুরত আলীর ছেলে সাইফুল ইসলাম ওরফে সায়েদ মিয়া (৪০), লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের ফজর আলীর ছেলে আফতর আলী(৩০) ও শিবপাশা গ্রামের মতলিব মিয়ার ছেলে মোস্তফা মিয়া(২৮)।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত কিছুদিন যাবত নন্দনপুর এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার ফিরোজ আলী জানান, চোরের দল প্রতি রাতে বাড়িগ্রাম, সিলিমনগর ও মুদাহরবাদসহ কয়েকটি গ্রামে হানা দিচ্ছে। তাদের ভয় আর আতঙ্কে কয়েকটি পরিবার বাড়ি চেড়ে অন্যত্র বসবাস করছে। কিছুদিন আগে নন্দনপুর বাজার থেকে ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস জানান, আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
