ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

এম এ বাছির, সুনামগঞ্জ
🕐 ৯:০৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুরে রড-সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খালের পানিতে ডুবে দুই জন নিহত হয়েছে।

 

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সেতু ভেঙে যাওয়ায় জগন্নাথপুরের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ সময় ট্রাকের ভেতরে চালক ও হেলপার ছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান চালায়। প্রায় ২ ঘন্টা পর সন্ধ্যায় নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সিলেট জেলার এয়ারপোর্ট থানার সাহেব বাজার ইউনিয়নের ধুপাগুল গ্রামের মো. মসলিম আহমদের ছেলে মো. জাকির আহমদ ও কোম্পানীগঞ্জ থানার ইদ্রিস মিয়ার ছেলে ফারুক মিয়া।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেইলি সেতু ভেঙে ট্রাকচালকসহ দুইজন নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে ২ জনের লাশ উদ্ধার করে।

 
Electronic Paper