ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শ্রীমঙ্গলে ৮ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
🕐 ৬:০৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

শ্রীমঙ্গলে ৮ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন

শ্রীমঙ্গলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন।

এ সময় উপস্হিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃব্দ উপস্হিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান জানান, ৭ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৩০১ টাকা ব্যয়ে ৬ তলা ফাউণ্ডেশন বিশিষ্ট ৪ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। আগামী ২০২৪ সালের ১৫ জুন এর নির্মাণ কাজ শেষ হবে।

 
Electronic Paper