ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
🕐 ৩:৪৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বৃহত্তর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ৭২৩ আপ আন্তনগর উদয়ন এক্সপ্রস ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত ৪টা ৪০ মিনিটে ছেড়ে যায়। তার কিছুক্ষন পর আনুমানিক ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনের ভেতর রেলওয়ের ২৯৩-৬/৭ কিলোমিটারে পৌছলে ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের দু'টি বগি লাইনচ্যুত হয়।

ট্রেন লাইনচ্যুতির ফলে বৃহত্তর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে কর্তব্যরত সহকারি স্টেশন মাষ্টার উদয় কুশল সিংহ জানান, আখাউড়া ও কুলাউরা থেকে দুটি উদ্ধারকারি ট্রেন সকাল ১১টার দিকে দুর্ঘটনাস্হলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে কখন ট্রেন যোগাযোগ চালু হবে তা স্টেশন কর্তৃপক্ষ জানাতে পারেনি।

এদিকে দুর্ঘটনার ফলে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। অপরদিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

 
Electronic Paper