ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দোয়ারাবাজারে ব্লাস্ট রোগে শুকিয়ে যাচ্ছে ধানের শীষ

সোহেল মিয়া, দোয়ারাবাজার
🕐 ৪:৫৫ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

দোয়ারাবাজারে ব্লাস্ট রোগে শুকিয়ে যাচ্ছে ধানের শীষ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্লাস্টরোগের প্রাদুর্ভাবে শুকিয়ে যাচ্ছে বোরো ধানের শীষ। এ রোগের আক্রমণে গোড়া থেকে কালো হয়ে শতশত হেক্টর জমিতে ধানের শীষ মরে যাচ্ছে। এতে ব্যাপক ফলন হ্রাসের আশঙ্কা করছেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কৃষকেরা।

গত এক সপ্তাহ ধরে হঠাৎ করেই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন, ধরমপুর, রাজারগাঁও বাঘমারা, উস্তুোংগের গাঁও, কলাউড়া গ্রামসহ বিভিন্ন এলাকার ধানক্ষেতে এই রোগটি দেখা দিয়েছে। আক্রান্ত জমি থেকে ধীরেধীরে বিস্তারলাভ করে আশপাশের জমিগুলোতেও ছড়িয়ে পড়ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলায় চলতি বছর বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে চাষ হয়েছে ১২ হাজার ৭২০ হেক্টর জমিতে। এ মৌসুমে এই অঞ্চলের কৃষকরা আবাদ করেছেন উচ্চ ফলনশীল ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৮৯-৯৯মিনিকেট, ভারতীয় জাত গুটি স্বর্ণা, কাটারিভোগসহ বিভিন্ন প্রকার ধান।

 
Electronic Paper