আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু
আতাউর রহমান ইমরান, হবিগঞ্জ
🕐 ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০২২

হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে আগুনে পুড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এছাড়াও ওই সময় আগুনে পুড়ে যায় বাসা বাড়ির আসবাবপত্র।
ঘটনাটি ঘটেছে গত রাত ভোর প্রায় সাড়ে ৪ টার দিকে। নিহত পুলিশ সদস্য সিলেটের জৈন্তাপুর এলাকার বাসিন্দা পাখি মিয়ার ছেলে।
জানা যায়, বড় বহুলা ২ নং পুল এলাকার বাসিন্দা ঠিকাদার মোঃ সিরাজ খানের বাসায় রুবেল মিয়া (৩০) নামের ওই পুলিশ সদস্য একটি রুম ভাড়া নিয়ে বসবাস করতেন।
গতরাতে খেলা দেখে ঘুমিয়ে পড়েন ওই পুলিশ সদস্য। রাত সাড়ে ৪টার দিকে হঠাৎই ওই রুমে আগুন লেগে যায়। বিষয়টি আঁচ করতে পারেন প্রতিবেশীরা। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্যের আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলি অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, যেহেতু আগুন লেগে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে তাই এই মুহুর্তে আমরা আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কোনটাই বলতে চাচ্ছি না। তদন্ত হচ্ছে তদন্ত সাপেক্ষে বুঝা যাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
