ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ | ২০ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শ্রীমঙ্গলে ‘অগ্রগতি ও করনীয়’ শীর্ষক কনসালটেশন কর্মশালা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
🕐 ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

শ্রীমঙ্গলে ‘অগ্রগতি ও করনীয়’ শীর্ষক কনসালটেশন কর্মশালা

শ্রীমঙ্গলে প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের ‘অগ্রগতি ও করনীয়’ শীর্ষক কনসালটেশন কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) ও ওয়াটারএইড বাংলাদেশ এর আয়োজনে এবং নেদারল্যাণ্ডভিত্তিক দাতা সংস্থা সিমাভির অর্থায়নে এই কর্মশালা অনু্ষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

কর্মশালায় চা শ্রমিকদের নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন নিশ্চিত বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন আইডিয়া প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার।

কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ, জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি পংকজ কন্দ, সাংবাদিক আকমল হোসেন নিপু।

কর্মশালায় উপস্থিত ছিলেন আইডিয়ার টেকনিক্যাল অফিসার মৃনাল কান্তি দাশ, প্রজেক্ট অফিসার বিশ্বজিত দেব রায়, ইউনিয়ন ফেসিলিটেটর সাহেদ আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত: আইডিয়া প্রকল্প উপজেলার রাজঘাট, কালীঘাট ও সাতঁগাও রাজঘাট, লাখাইছড়া ও হুগলিছড়া চা-বাগান সহ পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত মানুষের মৌলিক ওয়াশ সেবা উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করছে।

 
Electronic Paper