ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে আগাম পদক্ষেপ নিয়েছে সরকার

মো. আবু নাছের রতন, ব্রাহ্মণবাড়িয়া
🕐 ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে আগাম পদক্ষেপ নিয়েছে সরকার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ায় নিজস্ব জায়গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় এটিই প্রথম। নান্দনিক এ রাজনৈতিক কার্যালয়টি হবে চারতলা বিশিষ্ট।

বুধবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে বাংলাদেশের ওপর যেন কোনো আঘাত না আসে, সেজন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। এটিকে দেশবিরোধী রাজনীতিকরা সংকট বলছে। বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে। যারা সংকটের কথা বলছে, তারা রাজনৈতিকভাবে সংকটে পড়ে অপপ্রচার চালাচ্ছে।

আশুগঞ্জ নৌবন্দরে ইন্টার কন্টেইনার টার্মিনাল নির্মাণ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটির কাজ অনেকদূর এগিয়ে গেছে। ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ হয়েছে। আশুগঞ্জ নদীবন্দরটি আন্তর্জাতিক নদীবন্দর হবে। পরে প্রতিমন্ত্রী বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের পুরনো কার্যালয়টি ঘুরে দেখেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য এ. বি. তাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 
Electronic Paper