ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খাবার নিয়ে বন্যা দুর্গতদের পাশে এলজিইডি

হবিগঞ্জ প্রতিনিধি
🕐 ৭:৩৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

খাবার নিয়ে বন্যা দুর্গতদের পাশে এলজিইডি

হবিগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাবার বিতরণ করেছে।

গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ এলজিইডির কর্মকর্তারা পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের বন্যা কবলিত শাল্লা উপজেলার ডুমরা গুঙ্গিয়ারগাঁও, কালিকান্দি এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ৫০০টি পরিবারকে চাল, ডাল, লবণ, পেঁয়াজ এবং খাওয়ার স্যালাইনের প্যাকেট বিতরণ করেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির, সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফরহাদ আমিন ভূঁইয়া, উপ সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাশ, হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী শাকিব আল হাফিজ, বানিয়াচং উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম প্রমুখ।

সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোতে হবিগঞ্জ এলজিইডির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হলো। আমরা ভবিষ্যতেও অসহায় মানুষদের সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখব।

 
Electronic Paper