ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৬ দিন পর ওসমানী বিমানবন্দরে বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:৫৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

৬ দিন পর ওসমানী বিমানবন্দরে বিমান চলাচল শুরু

বন্যার পানি নেমে যাওয়ায় ৬ দিন পর সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বিমানবন্দরটিতে বিমান চলাচল শুরু হয়।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, বৃহস্পতিবার থেকে ওসমানী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় নির্বিঘ্নে বিমান চলাচল শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট যাওয়া-আসা করেছে। একটি বিমান ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছে। এ ছাড়া সিলেট-ঢাকা রুটেও একাধিক বিমান চলাচল করছে।

এর আগে গত ১৭ জুন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দেয়। এতে নানা দুর্ভোগ পোহাতে হয় বন্যাকবলিতদের। বন্যার কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তলিয়ে যায়। বাড়িঘরেও ঢুকে পড়ে পানি।

 
Electronic Paper