ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বন্যার্তদের কাছ থেকে

অতিরিক্ত ভাড়া আদায়, ৮ জনকে চাকরিচ্যুত

মো. সহিবুর রহমান, হবিগঞ্জ
🕐 ৬:৫৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

অতিরিক্ত ভাড়া আদায়, ৮ জনকে চাকরিচ্যুত

সিলেট ও সুনামগঞ্জ থেকে আসা বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার অভিযোগে ৪টি বাসের চালক ও কন্ট্রাক্টরসহ মোট ৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।

তিনি জানান, বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়া হচ্ছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। পরে এ বিষয়ে প্রমান পাওয়ায় রোববার রাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়াও অভিযুক্ত ৯টি গাড়ির আরো ১৮ জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হবে।

শঙ্খ শুভ্র আরো বলেন, পরবর্তীতে সমিতির পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অব্যাহতি প্রাপ্ত শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন না। আর যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকা হবে।

প্রসঙ্গত, গত শনিবার হবিগঞ্জ-সিলেট লাইনে ১৮০ টাকা ভাড়ার জায়গায় সর্বোচ্চ সাড়ে ৩শ’ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বাস কর্মচারীদের নামে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমিতির কর্মকর্তারা সংবাদকর্মীর কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত শুরু করেন।

 
Electronic Paper