ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উপজেলা প্রশাসনের সীমানা প্রাচীরে চলাচলের রাস্তা বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি:
🕐 ২:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

উপজেলা প্রশাসনের সীমানা প্রাচীরে চলাচলের রাস্তা বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্দ্যোগে রাস্তায় সীমানা প্রাচীর নির্মানের কারণে এলাকাবাসির চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সের পেছনে আবাসিক এলাকা প্রায় ৪৫ থেকে ৫০টি পরিবার বসবাস করছেন। যাতায়াতের বিকল্প কোন রাস্তা না থাকায় উপজেলা প্রশাসনের রাস্তা দিয়েই চলাচল করেন স্থানীয়রা। প্রাচীর নির্মানের ফলে নঅল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাস্তায়।

 

স্থানীয়রা জানান, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ওই রাস্তা দিয়ে উপজেলা প্রশাসন সীমানা প্রাচীর নির্মান করে। মানুষের চলাচলের জন্য সেখানে
রাখা হয় ছোট একটি পকেট গেইট। সেই গেইট দিয়ে পায়ে হেটে চলাচল করতে হয় তাদের।

স্থানীয়রা অভিযোগ করেন, বাসাবাড়িতে আগ্নিকাণ্ডে ঘটনা ঘটলে ফায়ার সাভিসের গাড়ি যাওয়ারও কোন রাস্তা নেই সেখানে। তবে, উপজেলা প্রশাসন জানিয়েছেন বিকল্প রাস্তা নির্মানের জন্য নীতিগত সিদ্বান্ত নেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ও পৌরসভা
সমন্বিতভাবে সেই প্রকল্প প্রস্তুত করবে।

ওই এলাকার শিক্ষার্থী আতিক হাসান সামি বলেন, আমাদের এখানে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে। চলাচল করতে হলে পানির উপরে ইট বা
কাঠ দিয়ে চলাফেরা করতে হয়। কোন ঘরে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস লোকজন আসার রাস্তাও নাই।

হৃদয় হাসান নামে আরেক শিক্ষার্থী জানান, এখানে ময়লা আর্বজার কারনে দূগন্ধ সৃষ্টি হয়। এছাড়া মশা, মাছি তো আছেই।

আমিনুল ইসলাম টিটু বলেন, উপজেলা পরিষদের পেছনেই আমাদের বাসা। আগে আমরা সব দিকে যাতায়াত করতে পেরেছি। কিন্তু এখন এমন
অবস্থা হয়েছে যে, কিছুদিন আগে একজন মহিলা মারা যান। তখন তাঁর লাশ নিয়ে আমরা বের হতে পারিনি। পরে তাকে পানিতে ভাসিয়ে নিয়ে
বের হয়েছি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জায়গায় জায়গায় এই সমস্যার প্রতিকার চেয়েও প্রতিকার পাই নাই।

রাশেদ আহামেদ চৌধুরী পরাগ নামের আরো একজন বলেন, আমাদের এলাকার মানুষের সর্বোচ্চ টেক্স ধার্য করা হয়েছে পৌরসভা থেকে।
কিন্তু আমাদের নি¤œ মানের সেবাও দেয় হচ্ছে না। দিনের পর দিন পানি জমে থাকে রাস্তায়। মনে হয় আমরা কোন ডোবার মধ্যে বসবাস করছি।

এ বিষয়ে মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, এই সমস্যা দূর করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কোন নাগরিক
কষ্ট করুন এটি আমারা চাই না। দ্রæত সময়ে সমস্যা সমাধান হবে।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, রাস্তা নির্মানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রকৌশলীর দপ্তর ও পৌরসভা সমন্বিতভাবে প্রকল্প প্রস্তুত করেব। মাটি ভরাটের মাধ্যমে নিচু জায়গা উঁচু করার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।

 
Electronic Paper