ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিভাবে খেলতে হয় বাংলাদেশ দেখিয়েছে: লাথাম

খেলাধুলা প্রতিবেদক
🕐 ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ০৫, ২০২২

কিভাবে খেলতে হয় বাংলাদেশ দেখিয়েছে: লাথাম

বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছে বড় ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৮ উইকেটে হার মানে কিউইরা। তবে টেস্টের পাঁচ দিন কখনওই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি নিউজিল্যান্ড। তাই ম্যাচ হারের পর হতাশা ঝড়েছে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামের কন্ঠে।

তিনি জানান, এমন উইকেটে কিভাবে খেলতে হয় সেটি দেখিয়েছে বাংলাদেশ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে লাথাম বলেন, ‘আমরা তিন বিভাগেই ঠিক ঐ মানের ক্রিকেট খেলতে পারিনি। বাংলাদেশ নিশ্চিতভাবেই আমাদেরকে দেখিয়েছে, এমন উইকেটে কিভাবে খেলতে হবে। তারা জুটি গড়তে পেরেছে এবং আমাদের উপর চাপ সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত আমরা লম্বাসময় ধরে এটি করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এখানে মাত্র দু’টি টেস্ট ম্যাচ হয়েছে, দু’টি ম্যাচই একই রকম হয়েছে, সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে কিছুটা ধীরগতির এবং ততটা উইকেট ভাঙ্গেনি। আমরা জানতাম পুরো বিষয়টা ঠিক কেমন হতে পারে। যদি আমরা প্রথম ইনিংসের দিকে তাকাই, যে অবস্থানে ছিলাম সেখান থেকে যদি ৪৫০ রান করতে পারতাম তাহলে পুরো গল্পটা ভিন্ন হতে পারতো। তবে অবশ্যই বাংলাদেশ দলের এ জয় প্রাপ্য।’

৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ঐ টেস্ট দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় লাথামের।

 
Electronic Paper