ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাঁচ উইকেট নেই জিম্বাবুয়ের

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৯:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে জিম্বাবুয়ে। কোন উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪৮ রান। এরপর ১৫ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। গুছিয়ে ওঠার আগেই একশ' রানের মাথায় সফরকারীদের পঞ্চম উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। সর্বশেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ে ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে।

জিম্বাবুয়ে ওপেনার জহুয়া শুরুতে ২৪ বলে ৩৫ রান তুলে ফেলেন। চারটি চারের পাশাপাশি দুটি ছক্কা মারেন তিনি। এরপর বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই জহুয়াকে বোল্ড করেন মুস্তাফিজ। ৪৮ রানে প্রথম উইকেট হারানোর পর ৫৯ রানে তিনে নামা ট্রেলরকে বোল্ড করেন নাজমুল অপু। এরপর ওপেনার ও জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা রান আউটে কাটা পড়েন। এরপর দেখে শুনে খেলা সিকান্দার রাজা ৭ রানে অপুর বলে বোল্ড হয়ে ফেরেন। দলের রান একশ' হতেই মেহেদি মিরাজ বোল্ড করেন আরভিনকে। এরপর ক্রিজে আছেন শেন উইলিয়াম ও পিটার মুর।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ২৭১ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে ইমরুল কায়েস খেলেন ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ক্যারিয়ার সেরা ইনিংস এবং সাইফউদ্দিনের প্রথম ফিফটিতে ওই রান তোলে বাংলাদেশ। তার আগে অবশ্য ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে ১২৭ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহ এনে দেন ইমরুল এবং সাইফউদ্দিন।

 
Electronic Paper