ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বার্সায় ভীত নয় সেভিয়া

ক্রীড়া ডেস্ক
🕐 ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

লা লিগায় শুরুটা দারুণ হয়েছে সেভিয়ার। তবে প্রতিপক্ষ এবার শক্তিশালী বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে সেভিয়ার ডিফেন্ডার সিমন কেয়ার জানিয়েছেন, তারা লিওনেল মেসি বা কাতালান ক্লাবটিকে নিয়ে একটুও ভীত নয়।

ক্যাম্প নুয়ে আজ শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় স্পেনের শীর্ষ লিগে গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সেভিয়া। লিগে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের জয়সহ মোট পাঁচ ম্যাচ জিতেছে দলটি। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে তাদের অবস্থান। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। নিয়মিত গোলও পাচ্ছে সেভিয়া। কেবল বার্সেলোনা তাদের চেয়ে বেশি গোল করতে পেরেছে। দারুণ ছন্দে আছে বার্সেলোনা অধিনায়ক মেসি। লা লিগায় এরই মধ্যে করেছেন ছয় গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে ১১টি।

তবে তাতে নিজেদের জন্য ভয়ের কিছু দেখছেন না ডেনমার্কের খেলোয়াড় কেয়ার, মেসির বর্ণনায় ব্যবহার করার মতো আর কোনো শব্দ এই বিশ্বে আছে? নিঃসন্দেহে সে চমৎকার একজন খেলোয়াড়। সে যখন তার সেরা অবস্থায় পৌঁছায় তখন তাকে থামানো খুব কঠিন। আপনি মেসিকে ম্যান-মার্ক করতে পারবেন না। কারণ বার্সেলোনার আরও অনেক অসাধারণ খেলোয়াড় আছে। আপনি তাদের জন্য অতিরিক্ত ফাঁকা জায়গা ছাড়ামাত্রই তারা সুযোগ লুফে নেবে। মেসির বিপক্ষে আপনার দলীয়ভাবে রক্ষণ সামলাতে হবে। সে খেলতে পারে এমন ফাঁকা জায়গা কমাতে হবে।

আর এভাবে নিশ্চিত করতে হবে সে আপনার বিপক্ষে তার সেরা খেলাটা যেন খেলতে না পারে। এটা আবার আনন্দেরও। আর দারুণ সব দল ও খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা ফুটবলে আমার কাছে মূলত সেরা বিষয়।

 
Electronic Paper