ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জুভেন্টাস আমাকে খেদিয়ে দিয়েছে: হিগুয়েইন

ক্রীড়া ডেস্ক
🕐 ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮

রোনালদো যখন জুভেন্টাসে চুক্তি করলেন অনেকে ভেবেছিলেন হিগুয়েইনের সঙ্গে জুটিটা হয়তো আবার জমবে। রিয়াল মাদ্রিদে যেমন রোনালদো-হিগুয়েইন জুটি ছিল সেটা জুভেন্টাসে আবার দেখা যাবে। কিন্তু রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে আসার আগে দল ছাড়তে হলো আর্জেন্টিনা স্ট্রাইকার হিগুয়েইনকে। ক্লাব ছাড়ার কোন ইচ্ছাই ছিল না তার।

রিয়াল মাদ্রিদ, নাপোলির পর জুভেন্টাসে খেলা আর্জেন্টিনা স্ট্রাইকার বর্তমানে ইতালির অন্যতম সেরা ক্লাব এসি মিলানে ধারে খেলছেন। কিন্তু তাকে জোর করে তুরিন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন গঞ্জালো হিগুয়েইন। অনেকের ভাষ্য মতে, তাকে লাথি দিয়ে বের করে দিয়েছে জুভরা।

এক বছরের জন্য ধারে এসি মিলানে পাঠানো হলেও মৌসুম শেষে জুভেন্টাস তাকে আবার ক্লাবে ফেরাবে না। এক বছর পরে মিলানের সঙ্গে স্থায়ী চুক্তি হওয়ার কথা আছে হিগুয়েইনের। তবে তিনি সিরি আ' চ্যাম্পিয়নদের ছেড়ে যেতে চাননি, তাকে ক্লাব ছাড়তে বাধ্য করা হয়েছে। যদিও হিগুয়েইন তা স্বীকার করেন না, 'আমাকে ক্লাব ছাড়তে বাধ্য করা হয়নি। দলের সতীর্থ এবং সমর্থকরা আমাকে অনেক সমর্থন দিয়েছে।'

তবে তিনি ক্লাব ছাড়তে চাননি জানিয়ে বলেন, 'আমি ক্লাব ছাড়তে চাইনি। আর এ কারণে সবাই বলে যে, জুভেন্টাস আমাকে খেদিয়ে দিয়েছে। মিলানে এখন আমি উষ্ণ অভ্যার্থনা পাচ্ছি। আমি জানতাম যে জুভেন্টাসের সঙ্গে সম্পর্কের কোন এক জায়গায় চিড় ধরেতে যাচ্ছে। কারণ তারা রোনালদোকে আনছে। কিন্তু তার পরও আমি ক্লাব ছাড়তে চাইনি। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত আমার ছিল না।'

পর পর দুই বিশ্বকাপে খারাপ করায় আর্জেন্টিনা দলেও বাতিলের খাতায় পড়ে গেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপের পরে আর্জেন্টিনার দলে জায়গা হয়নি তার। মেসি যেখানে স্বেচ্ছা বিশ্রাম নিয়েছেন। সেখানে হিগুয়েইনের আর্জেন্টিনায় জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে জুভেন্টাসে তিনি পুরোপুরি নিবেদিত ছিলেন বলে জানান, 'আমি জুভেন্টাসের হয়ে সবকিছু দিয়েছি। বেশ কিছু শিরোপা জিতেছি। রোনালদো আসার পরে ক্লাব আমাকে বললো, আমি থাকছি না। এরপর তারা সমাধান বের করার চেষ্টা করেছে। সেরা সমাধান ছিল আমাকে এসি মিলানে পাঠানো।'

 
Electronic Paper