ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হতাশ নেইমার

ক্রীড়া ডেস্ক
🕐 ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮

মরুর দেশ সৌদি আরবের জেদ্দায় আজ রাতে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এই ম্যাচে আর্জেন্টিনার মূল আকর্ষণ লিওনেল মেসি নেই দলে। তাই বার্সেলোনার সাবেক সতীর্থকে এই ম্যাচে পাচ্ছেন না ব্রাজিল তারকা নেইমার। এ নিয়ে হতাশা ব্যক্ত করলেন এই পিএসজি তারকা।

আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘মেসি খেললে ফুটবলেরই উপকার হবে। ওর খেলা দেখা ফুটবলপ্রেমীদের কাছে সেরা প্রাপ্তি।’ নেইমারের আশা, দ্রুতই ব্রাজিলের জার্সি গায়ে মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবেন।
 
মেসি না থাকলেও এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জিততে মরিয়া ব্রাজিল। ম্যাচের আগে সতীর্থদের উজ্জীবিত করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘সতীর্থদের বলেছি, এই ম্যাচটা আমাদের কাছে স্পেশ্যাল। কারণ, আর্জেন্টিনা আমাদের চিরশত্রু। আর্জেন্টিনার বিরুদ্ধে কোনও ম্যাচই বন্ধুত্বপূর্ণ হতে পারে না। আর্জেন্টিনা দলে প্রচুর ভাল ফুটবলার রয়েছে। আমাদের দায়িত্ব ম্যাচটাকে সুন্দর করে তোলা।’
 
একা মেসি নন সার্জিও আগুয়েরোও এই মুহূর্তে জাতীয় দলের বাইরে। ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনার নতুন কোচ লিয়োনেল স্কালোনি একঝাঁক তরুণ ফুটবলারকে সুযোগ দিয়েছেন। নেইমারের মতে, সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় দল। তিনি বলেছেন, ‘আমাদের দলেও একঝাঁক নতুন ফুটবলার। প্রত্যেকেই নিজেদের যোগ্যতায় সুযোগ পেয়েছে। ওদের সামনে এটাই নিজেদের প্রমাণ করার সেরা মঞ্চ।’

 
Electronic Paper