ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেট হত্যা করল শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেট হত্যা করল শোয়েব আখতার

ক্রিকেটবিশ্বে সবচেয়ে বড় খবর হলো ম্যাচ শুরুর আগমুহূর্তে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করে দেওয়া। যে জঙ্গিদের ভয়ে এক দশক কোনো দল পাকিস্তানে যায়নি, সেই জঙ্গি হামলার হুমকিতেই নাকি কিউইরা এ সফর বাতিল করে দেশে ফিরে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। দেশটি যখন তাদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা করছে, তখন এমন ঘটনা নিঃসন্দেহে উদ্বেগের।

পাকিস্তানের সাবেক স্পিডস্টার নিউজিল্যান্ডের সিরিজ বাতিল নিয়ে একের পর এক টুইট করেছেন। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘নিউজিল্যান্ড এইমাত্র পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করল!’ এরপর দুটি টুইটে নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনেছেন।

শোয়েব লিখেছেন, ‘কিছু পয়েন্ট নিউজিল্যান্ডকে মনে করিয়ে দেওয়া উচিত। ক্রাইস্টচার্চ হামলায় (২০১৯ সালে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সময়) ৯ পাকিস্তানি মারা গিয়েছিলেন। তখনো পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ডের পাশে ছিল শক্তভাবে।’

শোয়েব আরও লিখেছেন, ‘করোনা পরিস্থিতির মাঝেও পাকিস্তান দল নিউজিল্যন্ড সফরে গিয়েছিল। কিন্তু সেখানে নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বাজে আচরণ করেছিল। (করোনাবিধি ভাঙায় পাকিস্তানি ক্রিকেটারদের দেশ থেকে বের করে দিতে চেয়েছিলেন এক কিউই মন্ত্রী।)’

শোয়েব লিখেছেন, ‘এই হুমকি তো যাচাই করা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত তাদের রাষ্ট্রপ্রধানকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে।’

 
Electronic Paper