ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলাদেশকে ১৫৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে

খেলাধুলা প্রতিনিধি
🕐 ৬:২২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১

বাংলাদেশকে ১৫৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে সুবিধা পাচ্ছে দল। একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলোই জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি দলটিও আগের দুই ফরম্যাটের থেকে আলাদা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে দুই দল। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ইনিংসকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রথম ১০ ওভার ও এর পরের অংশ। প্রথম ১০ ওভারে ওপেনার রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯১ রান জমা করে জিম্বাবুয়ে। তবে ১১তম ওভারের প্রথম বলেই চাকাভা রান আউট হলে পাল্টে যায় চিত্র। স্বাগতিক ব্যাটসম্যানদের আর খোলস ছেড়ে বের হতে দেননি বাংলাদেশি বোলাররা। উইকেটে থিতু হওয়ার আগেই ফিরিয়েছেন সিকান্দার রাজা, রায়ান বার্লদের। এতে অলআউট হওয়ার আগে আর মাত্র ৬২ রান তুলতে পারে স্বাগতিকরা। তাদের ইনিংস থামে ১৫২ রানে।

বল হাতে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। শরিফুল ২ উইকেট নিতে ৩ ওভারে রান দিয়েছেন মাত্র ১৭। পেসারদের দিনে খালি হাতে থাকেননি সৌম্য সরকারও। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। বাকি১ উইকেট স্পিনার সাকিব আল হাসানের।

বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেট রক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:
তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মেয়ার্স, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বুরল, ডোনাল্ড তিরিপানো, লুক জংওয়ে, আশীর্বাদ মুজারাবানি, রিচার্ড নাগারাভা।

 
Electronic Paper