ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৫ রেটিং পয়েন্ট হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:১৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২১

৫ রেটিং পয়েন্ট হারাল বাংলাদেশ

সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলংকা সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এই দুই সিরিজ হারে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাদাগে পাঁচ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবে নবম স্থানেই রয়েছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪৬।

১২১ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। ১২০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এই দু’টি দল আগামী ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

ভারত-নিউজিল্যান্ডের পর তৃতীয় থেকে অষ্টম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। ৩৫ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

 
Electronic Paper