ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লড়াইয়ে সামিল হলেন কোহলি-আনুশকা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৩৯ অপরাহ্ণ, মে ০৭, ২০২১

লড়াইয়ে সামিল হলেন কোহলি-আনুশকা

করোনাভাইরাসের প্রকোপে কাঁপছে পুরো ভারত। বিভিন্ন শ্রেণির মানুষ এগিয়ে আসছেন সহায়তা করতে। বাদ যাননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা। কোভিডের বিপক্ষে লড়াইয়ে সহায়তার জন্য ত্রাণ সংগ্রহের একটি উদ্যোগে নিয়েছেন কোহলি-আনুশকা। ইতোমধ্যে সেই তহবিলে ২ কোটি রুপি দিয়েছেন তারা। তহবিলে ৭ কোটি রুপি সংগ্রহ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের চ্যানেলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আনুশকা বলেন, ‘ভারতের জন্য পরিস্থিতি বেশ কঠিন, যেহেতু আমরা মহামারীর সঙ্গে লড়াই করছি। দেশ এভাবে ভুগছে, যা দেখাটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। যারা দিন-রাত আমাদের জন্য লড়াই করছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের নিবেদন প্রশংসনীয়।’

কোহলি বলেন, ‘কিন্তু এখন, আমাদের সাহায্য তাদের প্রয়োজন এবং অবশ্যই তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাই আমি এবং আনুশকা কেটোতে (তহবিল সংগ্রহের অনলাইন প্লাটফর্ম) তহবিল সংগ্রহের একটি উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে যোগ দেওয়া ও সহায়তা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। প্রতিটি ক্ষুদ্র জিনিসই পার্থক্য তৈরি করে।’

কোহলি আরও বলেন, ‘অনেক আত্মবিশ্বাস নিয়ে এই ফান্ড উত্তোলনের কাজ শুরু করলাম। আশা করি এই কঠিন পরিস্থিতিতে যথেষ্ট সহায়তা পাব আমরা। এই সংকটের মুহূর্তে দেশের মানুষ সহায়তা করতে এগিয়ে আসবে বলে আমি আশাবাদি। চলুন সবাই একসাথে লড়াই করি এবং এটা মোকাবিলায় আমরা সফল হবই।’

গত বছরের এপ্রিলে ভারতের করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছিলেন এই তারকা দম্পতি।

 
Electronic Paper