ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জবির শহিদুল

জবি প্রতিনিধি
🕐 ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জবির শহিদুল

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশ। দলে ডাক পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এস ই বিভাগের শিক্ষার্থী। শহিদুলের বেড়ে ওঠা নারায়গঞ্জে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী।

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টেস্টের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শুক্রবার (৯ এপ্রিল) বিসিবি এক সংবাদ কিজ্ঞপ্তির মাধ্যমে এ স্কোয়াড ঘোষণা করে। ঘোষিত স্কোয়াডে নতুন তিন মুখ হলে- পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম বলেন, শহিদুল একজন প্রতিভাবান খেলোয়াড়। বিপিএল সহ নানা জায়গায় খুব ভাল করেছে আশা করছি জাতীয় দলেও ভাল করবে।শহিদুলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

উল্লেখ্য, টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

 
Electronic Paper