ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাকিবের ব্যাপারে বিব্রত নই, মন খারাপ: পাপন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

সাকিবের ব্যাপারে বিব্রত নই, মন খারাপ: পাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য সাকিব আল হাসানের জাতীয় দলের শ্রীলংকা সিরিজে না খেলার সিদ্ধান্তে বিব্রত নই তবে মন খারাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবের ব্যাপারে আমরা বিব্রত নই। তবে এটা বলতে পারি সাকিবের জন্য আমাদের মন খারাপ। দেখেন বোর্ড একটা খেলোয়াড়ের পেছনে অনেক ইনভেস্ট করে, কতটা করে; সেটা আপনাদের জানা আছে কিনা জানি না। সে জায়গায় দল এমন দুটি টেস্ট ম্যাচ হারার পর যেমন–আমরা আফগানিস্তানের কাছে হেরেছি, আমরা হেরেছি পাকিস্তান-ভারতের কাছে, এরপর ঘরের মাটিতে হারলাম পরপর দুই টেস্ট। এমন পরিস্থিতিতে কেউ যদি বলে দেশের হয়ে পরের টেস্ট খেলব না, তাহলে কেমন লাগে?’

‘এখন আমরা আমাদের দিক থেকে পরিষ্কার যে, জোর করে কাউকে খেলাব না’, বলেন বিসিবি প্রধান।

কেন্দ্রীয় চুক্তিতে আরও কিছু নতুন বিষয় যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কিন্তু আগের চুক্তি শেষ হয়েছে। এখন পর্যন্ত আমরা নতুন চুক্তি করিনি। এই চুক্তিগুলোতে আরও কিছু নতুন বিষয় যুক্ত হবে। ওখানে সব পরিষ্কার লেখা থাকবে। কে কোন ফরম্যাটে খেলতে চায়, তা তাদেরকে বলতে হবে। এটাও জানতে হবে, তাদের যদি ঐ সময় অন্য কোনো জায়গায় অন্য কিছু থাকে, তাহলে তারা কি জাতীয় দলে খেলবে নাকি ওখানে।’

পাপন বলেন, ‘সাকিব তো আরও তিন বছর আগেই টেস্ট খেলতে চায়নি। ও আসলে টেস্টের প্রতি আগ্রহী ছিল না। তখন তাকে অধিনায়ক করে দেওয়া হলো। কিন্তু জোর করে খেলানোর কোনো মানে হয় না।’

প্রসঙ্গত ২০ মার্চে প্রথম ওয়ান-ডে হলেও আগামীকাল ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। পরে ২৩ মার্চ দ্বিতীয় ও ২৬ মার্চ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ প্রথম টি-টুয়েন্টি, ৩০ মার্চ দ্বিতীয় এবং ১ এপ্রিল শেষ টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

 
Electronic Paper