ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাকিবের জন্য দেহরক্ষী নিয়োগ দিলো বিসিবি

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

কলকাতায় পূজার অনুষ্ঠানে গিয়ে মহা বিপাকেই পড়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জন্য যেখানে সবার অপেক্ষা ছিল, এই ঘটনার পর তা উল্টো হয়ে গিয়েছে। প্রতি মুহুর্তে তাকে বাঁকা কথা শুনতে হচ্ছে। এমনকি হত্যার হুমকিও পেয়েছেন।

হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে র‍্যাব। এরপরও নিরাপত্তা শঙ্কায় রয়েছেন সাকিব। তার নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে মোহাম্মদ মোতালেব নামের একজন দেহরক্ষীকে। এই সশস্ত্র দেহরক্ষী সাকিবকে তার বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে ও বাইরে যেখানেই যাবেন সেখানেই থাকবেন। এমনটা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিজামুদ্দিন চৌধুরী বলেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রত্যয় তাই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা বিবেচনা করেই এমন পদক্ষেপ নিয়েছে বিসিবি।

জানা গেছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগ পর্যন্ত এই দেহরক্ষী সাকিবের নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

 
Electronic Paper