ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফিফা প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৭ অক্টোবর, মঙ্গলবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এ খবর দিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ৫০ বছর বয়সী ইনফান্তিনোর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে এবং তিনি সেলফ-আইসোলেশনে আছেন।

 

ইনফান্তিনো আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন। গত কয়েকদিনে ইনফান্তিনো সংস্পর্শে যারা এসেছেন তাদেরও আইসোলেশনে থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ২৬৩ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭১ হাজার ২৮৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।

 
Electronic Paper