ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফিটনেস লেবেলে হতাশ রুমানা

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১০:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০

করোনাভাইরাসের কারণে চারমাসের বেশি সময় ধরে দেশের ক্রিকেটের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। ঘরে বসেই সময় পার করতে হয়েছে ক্রিকেটারদের। স্বাভাবিকভাবেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদেরও একই অবস্থায় পার করতে হয়েছে। এদিকে করোনা বিরতির পর ফের ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগের অংশ হিসেবে দীর্ঘদিন পর অনুশীলনে নেমেছিলেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। আর অনুশীলনে নেমেই বুঝতে পেরেছেন ফিটনেসের অবস্থা করুণ। মঙ্গলবার সংবাদমাধ্যমে রুমানা এ কথা জানান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ১৯ জুলাই থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দেয়। ২১ জুলাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেন এই নারী ক্রিকেটার। দীর্ঘ সময় ঘরে থাকায় শরীরে জড়তা চলে এসেছে তার। তাই স্কিল ট্রেনিং শুরুর আগে ফিটনেস নিয়ে আরও অনেক বেশি কাজ করা প্রয়োজন বলে মনে করেন রুমানা।

রুমানা বলেন, ‘অনেকদিন পরে মাঠে অনুশীলন করছি এই অনুভূতিটাই অন্যরকম। করে খুব ভালো লেগেছে। কিন্তু খারাপও লেগেছে নিজের ফিটনেসটা দেখে। আমি চমকে উঠেছি। কেননা ঘরে থাকতে থাকতে অনেক ফিটনেস লেভেল অনেক ডাউন হয়ে গেছে। মাঠে দুই-তিন চক্কর দেওয়ার পরে কেমন যেন ক্লান্ত লাগছিল। এতদিন ঘরে বসে থাকার পরে মাঠে দৌড়ানো সহজ নয়।’

আগের সেই ফিটনেস ফিরে পেতে সময় লাগবে বলে মত রুমানার, ‘নিজেকে ফিরে পেতে সময় লাগবে। ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করা ও বাইরে ফিটনেস নিয়ে কাজ করার মধ্যে অনেক পার্থক্য। ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করলে হয়তো চর্বি কাটে কিন্তু মাঠে রানিং করলে ফিটনেসের স্থায়িত্ব আসে। ভেবেছিলাম বোলিং, ব্যাটিং নিয়ে কাজ করব, কিন্তু ফিটনেস দেখে মনে হচ্ছে আরো পরে শুরু করতে হবে। ঈদের পরে হয়তো। ’

 
Electronic Paper