ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কঠোর হচ্ছেন আর্চার

ক্রীড়া ডেস্ক
🕐 ১০:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

ইংল্যান্ড ক্রিকেট দলের বায়ো সিকিউর প্রোটোকল ভঙ্গ করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্চার। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বর্ণবাদী মন্তব্য শুনছেন আর্চার। তার করা ভুলের জন্য গায়ের রঙ তুলে কটাক্ষ করা হচ্ছে।

এতে ফের ক্ষেপেছেন আর্চার। সাফ জানিয়েছেন এবার আর চুপ থাকবেন না তিনি। ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে নিজের কলামে এসব কথা লিখেছেন আর্চার। সাফ হুঁশিয়ারি দিয়েছেন, ‘আর নয়, অনেক হয়েছে। গত কয়েকদিনে আমি ইনস্টাগ্রামে অনেক বাজে ব্যবহার পেয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে, আর নয়। ক্রিস্টাল প্যালেসের ফুটবলার উইলফ্রেড জাহাকে ১২ বছর বয়সী ছেলের বর্ণবাদী মন্তব্যের পর থেকে আমি ঠিক করেছি এখন আর কোনোকিছু এমনিই যেতে দেব না। তাই ইসিবিতে অভিযোগ করেছি আমি। এখন বাকিটা যথাযথ নিয়ম মেনেই এগুবে।’

‘এই সপ্তাহটা আমাকে দেখিয়েছে যে, আমি যাই করি না কেন, সেটা মুখরোচক আলোচনার বিষয় হয়ে যাবে। এমনকি যদি একটু জোরে হাঁচি দেই, সেটিও শিরোনাম হয়ে যাবে। আমি গত কয়েকদিনে অনেক বেশি নেতিবাচকতা দেখতে পেয়েছি। যখনই ক্রিকেট বিষয়ে কিছু পোস্ট করা হয়, সবার একটাই প্রতিক্রিয়া, সে (আর্চার) ওভাররেটেড। অথচ আমি মাত্র ৮ টেস্ট খেলেছি। একজন খেলোয়াড় মাত্র ৮ টেস্টেই কীভাবে ওভাররেটেড হয়?’

 
Electronic Paper