ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাতারকে হারিয়ে নকআউটে বাংলাদেশ

খেলা ডেস্ক
🕐 ৮:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

চলতি এশিয়ান গেমস ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে কাতারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। দলের হয়ে জয়সূচক গোলটি করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

এই জয়ের মাধ্যমে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে উঠে গেল লাল-সবুজরা। এক জয় এবং এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের সঙ্গে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠল সফরকারীরা।
ম্যাচের শুরু থেকে কাতারকে বেশ ভালোভাবেই সামাল দিয়েছে বাংলাদেশ দল। কয়েকবার সুযোগ পেলেও লক্ষ্যবেদ করতে পারেনি কোচ জেমি ডের দল। তবে আক্রমণে পিছিয়ে ছিল না কাতারও। দুই পক্ষের তুমুল লড়াইয়ে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি দুদল।
দ্বিতীয়ার্ধেও স্কোর লাইনে কোন পরিবর্তন আসেনি। ম্যাচের ৭৪তম মিনিটে ডি-বক্সের কাছে থেকে বল জালে জড়ানোর ‍সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সেই যাত্রায় বল জালে জড়াতে ব্যর্থ হয়। ডিফেন্ডারের করা জোরালো শট গোল পোস্ট ছুঁয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৯০ মিনিট লড়াইয়েই শেষ হলো।
বাংলাদেশ দল গোলের দেখা পায় যোগ করা সময়ে। (৯০+৩)তম মিনিটে মাটি গড়ানো শটে গোল করেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
এর আগে থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারলো না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ।
তাছাড়া আসরে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশের ফুটবলাররা।

 
Electronic Paper