ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিসিবি’র স্কোরার আবুল হোসেন আর নেই

ক্রীড়া ডেস্ক
🕐 ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ০২, ২০২০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্কোরার আবুল হোসেন (৪৪) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিসিবি’র আম্পায়ার্স কমিটির ম্যানেজার বাংলানিউজকে আবুল হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বুকে ব্যথা নিয়ে গত মঙ্গলবার (৩০ জুন) মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলেন আবুল হোসেন। কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিসিইউতে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। আজ ভোরে হঠাৎ অবস্থার অবনতি ঘটলে সকালে মারা যান তিনি।

বাদ জোহর মিরপুর স্টেডিয়ামের পশ্চিম পাশের নুরানী মসজিদে জানাজার নামাজ শেষে মিরপুর এক নম্বর সেক্টরে তাকে দাফন করা হয়।

১৯৯৯ সাল থেকে শুরু করে দুই দশকের বেশি সময় ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের স্কোরিং করেছেন আবুল হোসেন।

 
Electronic Paper