ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ

দুর্বার বাংলাদেশ ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক দলকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে মারিয়া মান্ধারা।

ফাইনালে ওঠার এই ম্যাচের প্রথমার্ধে ভুটানের জালে তিনটি গোল করে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত তাদের থামাতে পারেনি ভুটান। একের পর এক গোল করেই গেছে তহুরা, মারিয়ার দল।
দুর্দান্তভাবে এই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত তাদের সেই গতি কেউ থামাতে পারেনি। তিনটি ম্যাচে কেউ বাংলাদেশের জালে একটি গোলও করতে পারেনি।
শিরোপা ধরে রাখার এই মিশনে ৯ আগস্ট উদ্বোধনী দিনে বিশাল জয় পায় বাংলাদেশ। পাকিস্তানকে ১৪-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। ১৪টি গোলের মধ্যে- তহুরা খাতুন ২টি, মনিকা চাকমা ১টি, শামসুন্নাহার ১টি, মারিয়া মান্দা ১টি, আঁখি আক্তার ১টি, সাজেদা খাতুন ২টি, শামসুন্নাহার জুনিয়র ৪টি ও আনাই মোগিনি ২টি করে গোল করেন। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৩ আগস্ট নেপালকে ০-৩ গোলে হারায় বাংলাদেশ। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।
গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রানারআপ হয়েছিল ভারত। ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এবারও ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ সেই ভারত।
গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ।

 
Electronic Paper