ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টেস্টিং কিট দিচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

যুক্তরাষ্ট্রের আইসোলেশনে থেকে দেশের মানুষদের একের পর এক সতর্ক বার্তা দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। ফেসবুক আইডিতে ক’দিন আগে সাকিব ফাউন্ডেশন ঘোষণা দিয়েছিল সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর। শুনিয়েছিলেন তহবিল গঠনের কথাও।

এবার শোনালেন দেশের জন্য আরও বড় কিছু করার। করোনা ভাইরাস টেস্টের জন্য টেস্টিং কিট প্রদানের ঘোষণা দেন। তার এই অভিযান কনফিন্ডেন্স গ্রুপকে সঙ্গে নিয়ে।

সাকিব বলেন, ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর সঙ্গে মিলে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেওয়া হবে।’

‘আমি কনফিডেন্স গ্রুপের সঙ্গে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

আইসিসি নিষেধাজ্ঞায় আপাতত ক্রিকেটের বাইরে আছেন সাকিব। দেশের ক্রিকেটারদের উদ্যোগে স্বাভাবিকভাবেই নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তিনি চেষ্টা করে যাচ্ছেন নিজের মতো করে।

 
Electronic Paper