ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছেলের সঙ্গে রুটের অনুশীলন

ক্রীড়া ডেস্ক
🕐 ৩:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

আলফ্রেড উইলিয়াম রুট। করোনায় গৃহবন্দি এই ইংলিশ ক্রিকেটারের সময়টা কাটছে এখন ছোট্ট ছেলের সঙ্গে। ঘরের মধ্যেই দুজনের চলছে ক্রিকেট যুদ্ধ। যেখানে রীতিমতো বাবা জো রুটের ঘাম ঝরাচ্ছেন ছেলে আলফ্রেড উইলিয়াম রুট। বাসার ফ্লোরে খেলা এই ক্রিকেটে এরই মধ্যে ৫০০ রান করে ফেলেছে আলফি, এমনটাই জানিয়েছেন রুট।

ছেলেকে বোলিং করতে করতে নিজের ফিল্ডিং অনুশীলনটাও হয়ে যাচ্ছে বলে জানালেন ইংলিশ অধিনায়ক। ব্যাটিং অনুশীলনের জন্য শীঘ্রই স্ত্রী ক্যারে কটরেলকে দিয়ে থ্রোডাউন করাবেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশদের টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার স্ত্রী এখনও থ্রোডাউন করা শুরু করেনি। তবে আমি এরই মধ্যে অনেক ফিল্ডিং করে ফেলেছি এবং আলফিকে থ্রোডাউন করছি। এখন সম্ভবত ৪ উইকেটে ৫০০ রান নিয়ে ব্যাট করছে আলফি। বুঝতেই পারছেন, এখানে পুরোপুরিই ব্যাটিংবান্ধব উইকেট।’

রুট বলেন, ‘আমি এই পরিস্থিতিকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যতটা সম্ভব বাসার ভেতরেই থাকার চেষ্টা করছি এবং শারীরিক স্পর্শ এড়িয়ে চলছি। এখন অনলাইন শপ থেকে কিছু পাওয়াও মুশকিল। তাই চেষ্টা করছি নিজেদের রান্নাঘরেই অভিনব কিছু করতে এবং ফ্রিজে যা কিছু আছে তার পূর্ণ ব্যবহার করতে। যাতে কোনো কিছুর অপচয় না হয়।’

 

 
Electronic Paper