ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় হিমশিম ক্রিকেট

ক্রীড়া ডেস্ক 
🕐 ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

এ বছরের ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল ২০২১ সালে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে আন্ত:মহাদেশীয় অঞ্চলের কোয়ালিফাইং রাউন্ড। সূচী ও চূড়ান্ত করেছিল আইসিসি। তবে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণে এই বাছাই পর্ব স্থগিত করেছে আইসিসি।

২০২১ সালে অনুষ্ঠেয় নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব এ বছরের ৩ থেকে ১৯ জুলাই শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা। এই বাছাই পর্বও হয়ে পড়েছে অনিশ্চিত। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারি রূপ ধারণ করায় এ বছরের ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

করোনা ভাইরাস সংক্রমণে বিশ্ব পরিস্থিতির উদ্বেগ বেড়ে যাওয়ায় ২০২০ সালে অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি-২০ বিশ্বকাপ এক বছর পিছিয়ে ২০২১ সালে এবং ২০২১ সালের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ ২০২২ সালে আয়োজনের বিকল্প চিন্তা-ভাবনা করছে আইসিসি।

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট এ রিপোর্টই করেছে। এছাড়াও করোনা পরিস্থিতির মুখে এখন আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রাম ( এফটিপি) ব্যাপক রদ-বদল হবে, নতুন করে এফটিপি করতে হতে পারে আইসিসিকে।

 
Electronic Paper