ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আশা জাগিয়ে ফিরলেন শান্ত

ক্রীড়া ডেস্ক
🕐 ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সূচনালগ্নেই ফিরে আসেন সাইফ হাসান। তাকে সাজঘরে ফেরত পাঠান ভিক্টর নায়াউচি। পরে সম্ভাবনা জাগিয়েও পারেননি তামিম ইকবালও। তবে পেরেছেন নাজমুল হোসেন শান্ত। ফিফটি তুলে নিয়েছেন তিনি। তার ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু শেষ রক্ষা হলো না। ফিরে গেলেন নাজমুল হোসেন শান্তও। এর আগে নিজেন নামের পাশে যোগ করেছেন ৭১ রান। শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ১৭২ রান করেছেন টাইগাররা।

এর আগে হঠাৎ ছন্দপতন হয় তামিমের। ডোনাল্ড তিরিপানোর বলে সাজঘরে ফেরেন তামিম। ফেরার আগে ৭ চারে ৪১ রান করেন তিনি। তাতে শান্তর সঙ্গে ড্যাশিং ওপেনারের ভাঙে ৭৮ রানের প্রতিরোধ গড়া জুটি।

জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনের সকালে মাঠে নামে বাংলাদেশ। সেক্ষেত্রে সফল হন স্বাগতিকরা। প্রথম ইনিংসে সফরকারীদের ২৬৫ রানে অলআউট করেন তারা।

প্রথম দিনের ৬ উইকেটে ২২৮ রান নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের খেলা শুরু করেন রেগিস চাকাভা ও ডোনাল্ড তিরিপানো। তবে নিজেদের মধ্যে মেলবন্ধন গড়ে তুলতে পারেননি তারা। ভূমিকাতেই তিরিপানোকে ফিরিয়ে দেন আবু জায়েদ রাহী। সেই জের না কাটতেই এন্সলে এনদিলোভুকে বিদায় করেন তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন ৬ উইকেটে ২২৮ রান করেছিলো জিম্বাবুয়ে। আজ, দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে আরও ৩৭ রান যোগ করতে পারে জিম্বাবুয়ে।

প্রথম দিন ১০৭ রান করে আউট হন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। এছাড়া দলের পক্ষে প্রিন্স মাসভাউরি ৬৪, উইকেটরক্ষক রেগিস চাকাবা ৩০, সিকান্দার রাজা ১৮, ব্রেন্ডন টেইলর ১০, ডোনাল্ড ত্রিপানো ৮, তিমিসেন মারুমা ৭, ভিক্টর নায়ুচি অপরাজিত ৬, কেভিন কাসুজা ২ রান করেন।

বাংলাদেশের পেসার আবু জায়েদ ও স্পিনার নাইম হাসান ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট শিকার করেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাইম হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহি।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), প্রিন্স মাসভাউরি, কেভিন কাসুজা, ব্রেন্ডন টেলর, তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাবা (উইকেটরক্ষক), ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নায়ুচি, আইনসলে এনডলোভু ও চার্লটন টিসুমা।

 

 

 
Electronic Paper