ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জিম্বাবুয়ের প্রেরণা সিলেটের জয়

ক্রীড়া প্রতিবেদক
🕐 ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

সিলেট স্টেডিয়াম বাংলাদেশের ক্রিকেটের রুপকে বদলে দিয়েছে বিশ্বে। সিলেটের প্রাকৃতিক সৌন্দয্য সবার মন জয় করেছে। তবে জিম্বাবুয়ানদের একটু বেশিই বটে। তার পিছনে কারনেও যে রয়েছে। তাহলে ফিরে যেতে হয় সেই দুই বছর আগে। ২০১৮ সালে এই মাঠেই খেলেছিলো জিম্বাবুয়ে। পুরোটাই ছিলো সুখে সমৃদ্ধ। ওই বছর সাকিব-তামিম বিহীন দুই ম্যাচের টেস্ট খেলেছিলো বাংলাদেশ।

যার প্রথমটি হয়েছিলো সিলেটে। জয় ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে। ওখানেই টেস্টেহারের বৃত্ত ভাঙ্গতে সমর্থ হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম ওই টেস্টে হেরেছিলো ১৫১ রানে। আবারো বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারী। এবার মাঠটি হচ্ছে মিরপুর শেরে ই বাংলা জাতীয় স্টেডিয়াম। তবে ঐতিতের ওই জয়ে আত্মাবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। জিম্বাবুয়ের উইকেটেকিপার-ব্যাটসম্যান রেগিস চাকাভা অন্তত তাই মনে করেন।

গত দুই দিন একাডেমিতে দুই বেলা অনুশীলন সেশন কাটিয়ে ফুরফুরে জিম্বাবুয়ে শিবির। হ্যামিল্টন মাসাদাকজা-পিটার মূর-শেন উইলিয়ামসন-সিকান্দার রাজা-মাভুতাদের পারফরম্যান্সে সিলেট টেস্টে জয়ের দেখা পেয়েছিল জিম্বাবুয়ে। এবারও তেমন স্বপ্ন জিম্বাবুয়ের ক্রিকেটারদের।

একমাত্র টেস্ট নিয়ে রেগিস চাকাভার ভাবনা, ‘আমরা সিলেটে যেভাবে ক্রিকেট খেলেছি, ওভাবেই আমাদের খেলতে হবে। ওই ম্যাচের পুনরাবৃত্তি করতে পারলে আমরা ম্যাচ জিততে পারব। আমরা জানি বাংলাদেশের কন্ডিশনে ম্যাচ খেলা সব সময়ই কঠিন। তারপরও আমাদের ইতিবাচক ক্রিকেট খেলা নিশ্চিত করতে হবে। আশা করি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলে বাংলাদেশকে হারাতে পারব।’

বাংলাদেশের একাদশে কে আছে, কে নেই সেসব নিয়ে জিম্বাবুয়ের ভাবনা নেই বলে জানিয়ে দিলেন চাকাভা, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দল সব সময়ই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা তাদের দল নিয়ে চিন্তা করতে চাই না। আমরা নিজেদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে আছি। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট জেতা কঠিন কিছু হবে না।’

জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান সব সময় জ্বলে ওঠেন। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে প্রায়শই দেখা যায় জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমপর্ণ করতে। এবার সাকিব না থাকলেও তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের মতো দারুণ কয়েকজন স্পিনার আছে, তারাই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন।

রেগিস চাকাভাও সেটাই মনে করেন, ‘সাকিব বড় খেলোয়াড়। আমরা শেষবার যখন এখানে খেলেছিলাম, অনেক খেলোয়াড়কে দেখেছি। সাকিব ছাড়াও বাংলাদেশ দলে দারুণ সব খেলোয়াড় আছে। সুতরাং অন্য স্পিনারদের বিপক্ষে খেলতে গিয়েও আমাদের সতর্ক থাকতে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ। তবে আশা করি সব বাধা কাটিয়ে আমরা ভালো খেলতে পারবো।’

 
Electronic Paper