ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বাংলাদেশে এসেছি জিততে’

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

বাংলাদেশের মাটিতে সবচে’ বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। অনেকটা নিজেদের হোমের মতোই। তাই বাংলাদেশের আবহাওয়া নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। প্রত্যাশার ছাপ সবসময় থাকে বেশি। গতকাল মিরপুর স্টেডিয়ামে তেমনি দৃঢ়তা দেখা গেছে জিম্বাবুয়ে দলের অধিনায়ক ক্রেইগ আরভিনের কন্ঠে, ‘আমরা বাংলাদেশে এসেছি জিততে।’ ২০১৮ সালের নভেম্বরে সিলেটে টেস্ট জয়ের সেই মধুর স্মৃতি স্মরণ করেই আরভিন এবারও বড় গলায় বলছেন জেতার কথাই। কারণ তাকে সাহস দিচ্ছে বাংলাদেশের ‘পরিচিত পরিবেশ’।

 

আরভিন বাংলাদেশের পরিবেশে অভ্যস্ততার কথা বললেও তিনি জানেন বাংলাদেশের উইকেটে অনেক দলই সমস্যায় পড়ে। কিন্তু অন্যান্য অনেক দেশের চাইতে বাংলাদেশ সম্পর্কে যে জিম্বাবুয়ের ধারণা বেশি, সেটিই জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক, ‘আমরা অন্য দেশের চেয়ে অনেক বেশি আসি এ দেশে। আমরা তাই এখানকার কন্ডিশনে অনেক বেশি অভ্যস্ত। স্পিন বোলিং যে এখানে একটা বড় ভূমিকা রাখবে, তা আমরা জানি। টেস্টের আগে আমাদের প্রস্তুতিটাও সে অনুযায়ী নিতে হবে।’

কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল জিম্বাবুয়ে। কিন্তু বৃষ্টির কারণে জয়টা দূরেই থেকে গেছে। আরভিন চান সেই ছন্দটা বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দারুণ এক সিরিজ কাটিয়েছি।

টেস্ট থেকে দীর্ঘদিন দূরে থাকার পর ওই টেস্টটাই আমাদের ছন্দে ফিরিয়েছে। এখন বাংলাদেশের পরিবেশ আমাদের চেনা, আমাদের লক্ষ্য জেতা। আমরা খুব বেশি টেস্ট খেলি না। বছরের বাকি সময়টাতেও খুব বেশি খেলব না। আমাদের জন্য তাই প্রতিটি টেস্টই গুরুত্বপূর্ণ।’

সাকিব আল হাসানের না থাকাটা স্বস্তি দিচ্ছে আরভিনকে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রমাণে সাকিবের অনুপস্থিতিকে ইতিবাচকই মনে করছেন তিনি, ‘সে বাংলাদেশ দলে নেই, এটা আমাদের জন্য খুবই ভালো। সাকিব বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।’

 
Electronic Paper