ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উৎসব-উৎকণ্ঠার সিরিজে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
🕐 ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুড়ি ওভারের সিরিজ মিশনে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দল। গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টির এই লড়াইয়ে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বহুল আলোচিত বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজটাই পাকিস্তানের মাটিতে খেলতে চেয়েছিল। টেস্ট সিরিজ চেয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে; হয়তো মরুর বুকে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে কূটনৈতিক লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে পাকিস্তান। ১০ ম্যাচের মধ্যে ৮টিই জিতেছে তারা। ২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। ১২ বছর পর আবারও এই প্রতিপক্ষকে তাদের মাঠে মোকাবেলা করবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রওফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

 
Electronic Paper