ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসেই চলে যাচ্ছেন সিজার

ক্রীড়া ডেস্ক
🕐 ১০:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

বিশ্ব ফুটবলের মহাতারকা জিনেদিন জিদান, লিওনেল মেসির পর ঢাকায় এলেন ব্রাজিলের প্রাক্তন গোলরক্ষক জুলিও সিজার। বঙ্গবন্ধু গোল্ডকাপে জৌলুস বাড়ানোর উদ্যোগ হিসেবে তিনি এসেছেন। সিজারকে ঢাকায় পাঠিয়েছে ফিফা।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুলিও সিজার বলেছেন, ‘বাংলাদেশে এটি আমার প্রথম সফর। এদেশের ফুটবল সম্পর্কে বেশি কিছু জানি না। এখানে এসেছি যখন, কিছু জানতে পারব নিশ্চয়ই। এখানে এসে আমি ভিষণ খুশি।’

অন্য এক প্রশ্নে বলেন, ‘ব্রাজিল বিশ্ব ফুটবলে এক পরাশক্তি। রোনালদিনহো, কাকাদের মতো ফুটবলারদের নাম বলতে পারি যারা খুবই জনপ্রিয়। এমন ফুটবলার আমাদের আরও আছে।’

আজ রাজধানীর বাড্ডায় বাফুফের একাডেমিতে যাবেন সিজার। সেখানে প্রশিক্ষণরত নবীন গোলরক্ষকদের পরামর্শ দেবেন। নারী ফুটবল দলের অনুশীলনেও থাকবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করার কথা রয়েছে তার। সব কর্মসূচি শেষে আজই ফিরে যাবেন সিজার।

সিজার ক্লাব ক্যারিয়ারে ফ্লামেঙ্গো, ইন্টার মিলান, বেনফিকার হয়ে খেলেছেন। ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন ইন্টারের হয়ে। ২০১০ সালে ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন অনেক শিরোপা।

ব্রাজিলের হয়ে দুটি কনফেডারেশন কাপ ও একটি কোপা আমেরিকা জয়ের স্মৃতি আছে তার। সিরি ‘এ’ সেরা গোররক্ষকের পুরস্কার পেয়েছেন টানা দুবার। ব্রাজিলের হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যাওয়া সেই ম্যাচে গোলরক্ষক ছিলেন সিজার।

 
Electronic Paper