ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুয়ারেজের বিকল্প কে?

ক্রীড়া ডেস্ক
🕐 ১০:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

হাঁটুর ইনজুরি নিয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন লুইস সুয়ারেজ। আশঙ্কা করা হচ্ছে চার মাস দর্শক সারিতে থাকবেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে তার। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে উরুগুয়েন স্ট্রাইকারকে হারানো বার্সেলোনার জন্য বড়সড় একটা ধাক্কা হয়েই এসেছে।

তার শূন্যস্থান পূরণে মরিয়া হয়ে উঠেছে কাতালানরা। সুয়ারেজের জায়গায় চিমি অ্যালিভা, পিয়েরি-এমেরিক আউবামেয়াং কিংবা টিমো ওয়ার্নারকে দলে টানার স্বপ্ন দেখছেন বার্সার ভাবি কোচ কিকে সেতিয়েন। তিনজনের সঙ্গেই যোগাযোগ করেছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু বার্সার প্রস্তাবে এই ত্রয়ীর কেউ রাজি হবে তো, এটাই বড় প্রশ্ন।

অবশ্য এই ত্রয়ীর সঙ্গে যোগাযোগের খবরটা অস্বীকার করছেন বার্সা কোচ এতিয়েন। তবে তিনি মানছেন সুয়ারেজের শূন্যস্থান পূরণের চেষ্টা করছেন তারা।

এতিয়েন বলেছেন, ‘এটা ঠিক যে, আমরা নয় নম্বর পজিশনের জায়গায় নতুন কারোর সঙ্গে চুক্তি করতে চাচ্ছি। এই জায়গাটায় এখনো আমাদের উন্নতি করা দরকার।’

 
Electronic Paper