ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রিয়াল মাদ্রিদে ‘নতুন কাকা’

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

বক্সের আশপাশ থেকে নেওয়া শটে নিয়মিত গোল, ডিফেন্স চেরা পাস, প্রায় কোনো কিছু বুঝতে না দিয়ে প্রতিপক্ষকে কাটানোর সামর্থ্য- এসি মিলানে ক্যারিয়ারের সেরা সময়ের কাকা। ব্রাজিলের সাবেক মিডফিল্ডারের খেলার ধরন এখনো নস্টালজিক করে তোলে ফুটবলপ্রেমীদের।

সংবাদমাধ্যম বলছে, এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডারের স্মৃতি ফিরে আসতে পারে রেইনিয়ের জেসুসের খেলায়। ১৮ বছর বয়সী মিডফিল্ডার পরশু ফ্ল্যামেঙ্গো থেকে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। রেইনিয়েরের খেলার ধরনে কাকার ছাপ দেখছেন বিশ্লেষকেরা। ছয় বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।

ভিনিচিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েজের পর রেইনিয়ের। ব্রাজিলের এই তিন তরুণ ফুটবলারকে ‘ভবিষ্যৎ’ বলেই মনে করছে দেশটির ফুটবল। আর এ তিন তরুণই এখন রিয়ালের। গত বছর ব্রাজিলের সিরি’এ এবং ল্যাটিন ক্লাব চ্যাম্পিয়নশিপ কোপা লিবার্তোদোরেস জয়ী রেইনিয়েরকে ৩৫ মিলিয়ন ইউরোয় রিয়ালের কাছে ছেড়েছে ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলের ক্লাবটির কোচ জর্জ জেসুসের মতে, ‘রেইনিয়ের ঈশ্বরপ্রদত্ত প্রতিভা।’

রেইনিয়েরের খেলার পজিশন নিয়েও বলেছেন জেসুস, ‘দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলার জন্য শারীরিকভাবে সে ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। তাকে উইংয়ে খেলানোর অর্থ হলো হাত-পা বেঁধে রাখা। তার পারফর্ম করার জন্য ছকটা গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যায় ৪-৩-৩ ছকে খেলা তার জন্য কঠিন।’

ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সময় রেইনিয়ের প্রথম জানতে পারেন রিয়াল তাকে কিনতে আগ্রহী। ডান পায়ের এ ফুটবলার ১০ নম্বর জার্সিতে খেলতেই অভ্যস্ত। আর জেসুস তাকে খোলনলচে দেখেছেন বলেই নিজের মতটা দিলেন, ‘রেইনিয়েরের ব্যক্তিগত দক্ষতা অবিশ্বাস্য। তবে একমাত্র স্ট্রাইকার হিসেবে সে খেলতে অপছন্দ করে। পাশে আরেকজন থাকলে ভালো। মিডফিল্ডার হিসেবে সে ভীষণ শক্তিশালী।’

রেইনিয়ের ভীষণ দ্রুতগতির ফুটবলার নন, তবে অল্প জায়গার মধ্যে সাড়া দেওয়ার ক্ষমতা অসামান্য। নিজের খেলার ধরন নিয়ে রেইনিয়ের মনে করেন, ‘আমার মনে হয় লুকাস পাকেতার খেলার সঙ্গে মিল আছে আমার, তাও আমি কাকার মতোও। ছোটবেলায় তাকে মিলান, রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দলে খেলা দেখা থেকে প্রেরণা পেয়েছি। পাসিং ও ফিনিশিংয়ে আমাদের খেলার মিল থাকতে পারে তবে আমাদের প্রধান গুণটা হলো হঠাৎ কিক নেওয়া।’

 
Electronic Paper