ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিএসজিতেই থাকছেন নেইমার

খেলা ডেস্ক
🕐 ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮

'এক বনে দুই বাঘ' তত্বের কারণে নেইমার বার্সেলোনার থেকে পিএসজিতে এসেছেন বলে শোনা যায়। এরপর রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন সংবাদ মাধ্যম চষে বেড়িয়েছে। তাতে নেইমারকে রিয়ালে ভেড়ালে রোনালদো ক্লাব ছাড়বেন বলেও কথা উঠেছে। সেই রোনালদো রিয়াল ছেড়েছেন।

এরপর ফ্রান্সের সংবাদ মাধ্যমে গুঞ্জন ওঠে এমবাপ্পে পিএসজিতে থাক এটাও চান না নেইমার। কারণ এক বনে দুই বাঘ তত্ব। পরে আবার কথা উঠেছে এমবাপ্পেকে নিজ দেশের ক্লাব পিএসজিতে রাখতে নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত ক্লাব কতৃপক্ষ। কিন্তু নেইমার এবার গুঞ্জনের মুখে ছাই চেপে ধরলেন। জানিয়ে দিলেন তিনি পিএসজিতে থাকছেন।
নেইমার ফক্স স্পোর্টসকে বলন, 'পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে। আমি এখানেই থাকছি। আমি এই ক্লাব এসেছিলাম নতুন কিছু চ্যালেঞ্জ নিয়ে। নতুন কিছু করার জন্য এবং সেটাই আমাকে এখানে আসতে প্রেরণা দিয়েছে। তার কোন কিছুই আমার চিন্তা থেকে পালিয়ে যায়নি।' পিএসজি'র হয়ে নতুন মৌসুমে দারুণ শুরু করেছিলেন নেইমার। কিন্তু ইনজুরিতে পড়ে মৌসুম ঠিকঠাক শেষ করতে পারেননি। এরপর বিশ্বকাপেও ছিলেন নিজের ছায়া হয়ে। নতুন মৌসুমে ভালো শুরু করতে চান বলেও জানান নেইমার।
তিনি বলেন, 'আশা করি আমরা সফল এক মৌসুম কাটাব, নতুন কিছু শিরোপাও পাব।' নেইমারের রিয়ালে যাওয়া নিয়ে মধ্যে খুব কথা শোনা গেছে। এ নিয়ে মেসি-রোনালদো পর্যন্ত কথা বলেছেন। কিন্তু নেইমার জানান পিএসজির সঙ্গে চুক্তি ছেড়ে অন্যত্র যাওয়ার কোন চিন্তাই ছিল না তার মাথায়। ব্রাজিল তারকা বলেন, 'সংবাদমাধ্যম গুজন সৃষ্টি করে নিজেদের প্রয়োজনে। কিন্তু সবাই জানে আমি পিএসজির জন্য কতটা ভাবি।'
নতুন মৌসুমে তাকে অন্য কোন ক্লাবে দেখা যাবে বলে জোর জল্পনা-কল্পনা ছিল। কিন্তু সেটা নেইমারকে বিরক্ত করেছে বলে জানান সাবেক বার্সেলোনা তারকা নেইমার। তিনি বলেন, সবাই জানে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি আমাকে কতটা পছন্দ করে। এখানকার ভক্তরা আমার কত বেশি সমর্থন করে।'
পিএসজি নতুন মৌসুমে আবার চ্যাম্পিয়নস লিগ জয়কে মাছের চোখ ধরে সামনে এগুবে। আর সেই লক্ষে নেইমার-এমবাপ্পের সঙ্গে আরও নতুন এক শক্তি যোগ করেছে ক্লাবটি। আর তা হলো গোলবারের নিচে জিয়ানলুইজি বুফনকে পাওয়া। দলে বুফনকে পাওয়ায় খুবই উৎফুল্ল নেইমার। তিনি বলেন, 'বুফনের মতো কিংবদন্তি গোলরক্ষকের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা সম্মানের ব্যাপার। আমাদের দেওয়ার জন্য তার অঢেল অভিজ্ঞতা আছে।'

 
Electronic Paper