ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চ্যালেঞ্জ হবে ফিল্ডিং করা

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

ব্যাটিং-বোলিং তো আছেই। গোলাপি বলে ফিল্ডিং করার চ্যালেঞ্জও যুক্ত হচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে ইনজুরিতে পড়ার শঙ্কা।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমাদের জন্য গোলাপি বলের টেস্ট চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে। টেস্টের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সবখানে। সময়টা এখন মাইলফলক স্পর্শ করার।’

কোহলি মনে করেন, বাংলাদেশ-ভারতের দিবা-রাত্রির টেস্টের আগে অনেকটা সময় পেয়েছে দুদল। এটাকে তাই হঠাৎ গোলাপি বলের টেস্ট বলা চলে না। তবে কোহলি মনে করেন, এটা তাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে। শিশির প্রভাব ফেলবে। বিশেষ করে তৃতীয় সেশনে ম্যাচে শিশির বড় প্রভাব ফেলবে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক।

কোহলি আলাদা করে ফিল্ডিং নিয়ে কথা বললেন। গোলাপি বলের টেস্টে পেস বোলিং, স্পিন বোলিং কিংবা ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়েই কথা হচ্ছে বেশি।

কিন্তু কোহলি ফিল্ডিং করা কত কঠিন হবে তারও একটি ধারণা দিয়ে দিলেন, ‘অনুশীলনে গোলাপি বলে ফিল্ডিং সেশন ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম। এই বলে ফিল্ডিং করা কত কঠিন দেখলেই দর্শকরা অবাক হয়ে যাবেন। লাল বলের চেয়ে এই বলের ওজন বেশি না। কিন্তু মনে হচ্ছে অনেক বেশি ভারী।’

 
Electronic Paper