ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইন্দোর টেস্ট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
🕐 ৯:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

টি-টোয়েন্টি সিরিজটা হাতের মুঠো থেকে ফসকে গেছে। এগিয়ে থেকেও শেষ অবধি হারতে হয়েছে ২-১ ব্যবধানে। সেই ধকলটা কাটিয়ে ওঠার সুযোগ পর্যন্ত পায়নি বাংলাদেশ। এর মধ্যেই টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে হঠাৎই টেস্ট নেতৃত্বে এসেছেন মুমিনুল হক। তার নেতৃত্বেই ভারতের বিপক্ষে শুরু হলো বাংলাদেশের টেস্ট অভিযান। শুধু তাই নয়, মুমিনুল হকের নেতৃত্বেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো বাংলাদেশের। শুরুটা বলা যায় ভালোই হলো বাংলাদেশের নতুন অধিনায়কের জন্য।

কারণ ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে টস করতে নেমে মুমিনুল হক জিতলেন কয়েন নিক্ষেপে। আর তাই তো টস জিতেই নিয়ে নিলেন আগে ব্যাট করার সিদ্ধান্ত।

এই কদিনে অনেক কিছুই বদলেছে বাংলাদেশের। কুড়ি ওভারের সিরিজ খেলে কয়েকজন ফিরে গেছেন দেশে। ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া বাকি ক্রিকেটাররা। এদের মধ্যে আছেন অধিনায়ক মুমিনুল হক সৌরভও। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় মাহমুদউল্লাহর কাঁধে যেমন টি-টোয়েন্টির দায়ভার পড়েছে তেমনি টেস্ট সংস্করণে বাংলাদেশের অধিনায়ক হয়েছেন মুমিনুল।

অধিনায়ক হিসেবে কাল প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন তিনি। জানালেন কোনো চাপই অনুভব করছেন না।

নেতৃত্ব উপভোগ করার প্রতিশ্রুতি দিলেন। তার মতে শীর্ষ দল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হারানোর কিছু নেই। তবে অনেক কিছু প্রাপ্তির সুযোগ আছে।

বলা যতটা সহজ করা ততটাই কঠিন। কারণ এ মুহূর্তে টেস্ট ক্রিকেটে আগুনে ফর্মে আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ঘরের মাঠে রেকর্ড টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড তারা গড়েছে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে। প্রথম ম্যাচে বিশাল রানের ব্যবধানে হারা প্রোটিয়ারা শেষ দুই টেস্টে হেরেছে ইনিংস ব্যবধানে।

তিন টেস্টে দ্বিশতক হাঁকিয়েছেন ভারতের তিন ব্যাটসম্যান। মায়াঙ্ক আগারওয়াল, কোহলি এবং রোহিত শর্মা। বল হাতে আগুন ঝরিয়েছেন বোলাররাও। এ ছাড়া তিন ম্যাচে ভারত হারিয়েছে মোটে ২৫টি উইকেট। এই অবস্থায় ভারতীয়দের দুবার অলআউট করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। টাইগারদের স্বপ্ন আর বাস্তবতা মধ্যে ব্যবধান কতটুকু তা বোঝা যাবে প্রথম টেস্টেই।

ভারত যতটা ছন্দে আছে ততটাই টেস্টে বিবর্ণ অবস্থা বাংলাদেশের। সবশেষ টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে চট্টগ্রামে নাকানি-চুবানি খেয়েছে টাইগারারা। প্রকৃতির সুবিধা নিয়েও পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিভেজা টেস্টে মান বাঁচাতে পারেনি স্বাগতিক শিবির। রশিদদের ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেই গেছে। এবার মুমিনুলদের সামনে অশ্বিন-জাদেজাদের ঘূর্ণি সামলাবার চ্যালেঞ্জে। তাতে দল কতটুকু উতরাতে পারে সেটাই কার্যত দেখার।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ স্যামি, উমেশ যাদব।

 
Electronic Paper