ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আশা দেখাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হওয়ায় ওপার বাংলা যতটা খুশি ততটা এপার বাংলাও। সৌরভ বাঙালি এবং বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গেই তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি নিজেও যখন বাংলাদেশে খেলতে এসেছেন তার কাছে মনে হয়নি বিদেশের মাটিতে এসেছেন। স্বাভাবিকভাবেই সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হওয়ায় আশাবাদী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সভাপতি হওয়ার পর বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিসে সিএবি নিজ কক্ষে সৌরভ ঢুকেছেন অনেক কাঠখড় পুড়িয়ে।

সেখানেই বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব। দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। কিছুদিন পরেই তো এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে।’

বিশ্বকাপে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। দলকে ভুগিয়েছে বোলিং বিভাগ। সৌরভও মনে করেন বোলারদের ব্যর্থতার কারণে বিশ্বকাপ অভিযানটা সুখের হয়নি টাইগারদের।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

 
Electronic Paper